বন্যার পানিতে কেড়ে নিলো
লাখো মানুষের বাড়ি,
হে দয়াময় মোদের দয়া করো
আর সইতে নাহি পারি।
দেশের মানুষ ভালো নেই
কান্নায় বুক ভাসে,
আমরা যাদের বন্ধু ভাবি
তারা আনন্দে হাসে।
চোখ বুঝিলেই ভেসে উঠে
স্বজন হারানোর দৃশ্য,
সব হারিয়ে দেশের মানুষ
আজ অসহায় নিঃশ্ব।
গরু ছাগল যাচ্ছে ভেসে
ভাসছে গোলার ধান,
চোখের সামনে ছোট বড়
হারাচ্ছে কত প্রাণ।
বন্যার পানিতে অসহায় মানুষ
করতেছে যে আহাজারি,
হে দয়াময় মোদের দয়া করো
আর সইতে নাহি পারি।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com