1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বন্ধুত্ব: সময়ের পরীক্ষায় সত্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বন্ধুত্ব একটি ছোট্ট শব্দ কিন্তু তার পরিধি বিশাল। মানুষের সম্পর্ক দু’ধরনের হয়; রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক। বন্ধুত্ব শব্দটি আত্মার সাথে সম্পূর্ণভাবে খাপ মিলিয়ে নিয়েছে। তবে এই শব্দের সর্বদাই যে সুন্দর পরিণতি পায় তা কিন্তু নয়। তবে সুন্দর মুহূর্ত গুলো জীবনের বেঁচে থাকার ইচ্ছাকে অনেকাংশে বৃদ্ধি করে। বন্ধুদের সাথে কাটানো সময়, স্মৃতির প্রতিটি পৃষ্ঠায় নতুন মাত্রা যোগ করে। আর সজীবতা আনে আমাদের কল্পনায়। তাদের নিয়ে প্রতিটা দিন ভাবাটাই যেন অন্যরকম স্বাদ পাওয়া যায়। তবে বন্ধুত্ব শুধুই কি বন্ধুত্ব? এর সাথে জড়িয়ে আছে আধ্যাত্মিক সম্পর্ক , মনের মিল , ভালোবাসার প্রতিফলন , বিপদ আপদে এগিয়ে আসা এবং সাথে এক অপরের শুভাকাঙ্ক্ষীর এক অতুলনীয় দৃষ্টান্ত দেখতে পাই।

 

বন্ধুত্ব জিনিসটা শুভ্র আকাশের মত; দেখতে যতটাই সুন্দর মাঝে মাঝে ততটাই ভঙ্গুর। হয়তো এর কোন ভিত্তিও থাকে না অনেক সময়। কারণ আমরা বন্ধুরূপে অনেক সময় পাই কিছু অমানুষ। যাদের কারণে বন্ধুত্বের পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ইতিহাস ঘেটে পাওয়া যায়, জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা পরিচিত বন্ধুই করে। আবার অনেক সময় জীবনের এমন একটি অকল্পনীয় কাজও বন্ধু বন্ধুর জন্য করে থাকে, আসলে সবকিছু সময়ের উপর নির্ভর করে। সময় যদি অনুকূলে থাকে বন্ধুত্বের সুন্দরতম ভালোবাসাটি দেখতে পাওয়া যায়, আর যদি সময় অনুকূলে না থাকে অর্থাৎ প্রতিকূলে থাকে ভয়ংকরতম রূপটি পাওয়া যায়, বন্ধুর কাছে থেকে। তবে চলুন না , একটু দেখে আসি সুন্দরতম অনুভূতির কিছু পৃষ্ঠা। বন্ধুত্ব চিরযৌবনা ,বন্ধুত্ব আকাশচুম্বি আশা , বন্ধুত্ব একে অপরের জন্য জীবনদানের থেকেও বেশি কিছু ,বন্ধুত্ব ঝগড়ার শেষে চায়ের কাপে সব মিটমাট হওয়া , বন্ধুত্ব যে কোন কিছু ভাগাভাগি করে নেওয়া , বন্ধুত্ব অপরের জন্য ত্যাগ স্বীকার করা এবং বন্ধুত্ব তুমিই পরম সত্য। এমনও দৃষ্টান্ত আছে বন্ধুর জন্য বন্ধু জীবন ত্যাগ করছে, আবার এমন দৃষ্টান্ত আছে বন্ধুর জন্য শরীরের যে কোন একটি অংশ দান ও করেছে বন্ধুত্ব কি আসলে দাঁড়িপাল্লায় মাপার মত কোন কিছু?

 

তবে এটি তাকেও ছাড়িয়ে গিয়েছে। বন্ধুত্ব তুমি সুন্দরতম সকাল হয়ে ফিরে আসো, বন্ধুত্ব তুমি সন্ধ্যার শেষে উষ্ণ হাওয়ায় আমাকে আপ্লুত কর, বন্ধুত্ব গোধূলি বেলায় সূর্য হয়ে আমাকে দেখা দাও, বন্ধুত্ব তোমার পরম চাঁদের আলোয় আমাকে আলোকিত করো। নিশ্চয়ই এতক্ষণ যাহার কথা বলছি সত্যিকারের বন্ধুত্ব এমনই হয়। তবে আমি কুণ্ঠাবোধ করব না তার বিপরীত দৃশ্য আপনাদের দেখাতে। বন্ধুত্ব আপন প্রাণ বাঁচায় আগে, বন্ধুত্ব বিপদে পিছে ফেলে আসতে ভেবেও দেখা হয় না , বন্ধুত্ব কঠিন সময়ে কোন উত্তর না পাওয়া এবং বন্ধুত্ব পুরোটাই যেন নিচক খেলা। জীবনে সত্যিকারের বন্ধুত্ব পাওয়া খুবই দুষ্কর। যদি কোনোভাবে আপনি সন্ধান পান সত্যিকারের বন্ধুত্বের। ভেবে নিবেন রাজ কপাল নিয়ে এসেছেন আপনি। জীবন আপনাকে দিবে অন্যদের তুলনায় পবিত্রতম অনুভূতি।তবে সুন্দর বন্ধুত্ব, আর বেঁচে থাকুক আজীবন।

 

শিক্ষার্থী,

মোঃ মারুফুর রহমান

কবি ও গল্পকার।

আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সাধারণ সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park