1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বন্ধুকে কল করার দিন আজ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আজ ২৮ ডিসেম্বর, ২০২৪ইং, শনিবার।

 

বন্ধুত্ব, মানব সম্পর্কের এক অনন্য রূপ, যা নির্ভর করে বিশ্বাস, ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর। কিন্তু আমাদের আধুনিক, ব্যস্ত জীবনে এই মধুর সম্পর্কটি প্রায়শই সময় ও যোগাযোগের অভাবে ক্ষীণ হয়ে যায়। “বন্ধুকে কল করার দিন” ঠিক এমন একটি উপলক্ষ, যা আমাদের বন্ধুত্বের মূল্য ও তা উদযাপনের প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেয়।

 

বন্ধুত্বের সম্পর্ক সময়, দূরত্ব, কিংবা সামাজিক অবস্থান—কোনো কিছুর দ্বারা বাঁধা নয়। তবে এই সম্পর্ক বজায় রাখতে প্রয়োজন মনোযোগ ও আন্তরিক যোগাযোগের। একটি সাধারণ কল কিংবা কথা বলার কয়েক মুহূর্ত বন্ধুত্বের মলিনতাকে নতুন করে রাঙিয়ে দিতে পারে।

 

আজকের দিনে আমরা আমাদের পুরনো বন্ধুদের কথা ভাবি কি? সেই বন্ধু, যাঁর সঙ্গে একসময় ভাগাভাগি করতাম আমাদের আনন্দ, দুঃখ, এবং স্বপ্ন। সময়ের স্রোতে তাঁদের সঙ্গে দূরত্ব বেড়েছে, কিন্তু মনের গভীরে তাঁদের জন্য ভালবাসা আজও অটুট। তাই “বন্ধুকে কল করার দিন” আমাদের মনে করিয়ে দেয় যে, একটি ফোনকলই যথেষ্ট তাঁদের প্রতি আমাদের আন্তরিকতা প্রকাশের জন্য।

 

এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা সহজেই বন্ধুদের সঙ্গে সংযুক্ত হতে পারি, কিন্তু সেটি কি আন্তরিক সংযোগের অভাব পূরণ করে? একটি সরাসরি ফোনকল বা কণ্ঠস্বরের উষ্ণতা বন্ধুত্বের সেই মধুর বন্ধনকে আরও দৃঢ় করতে পারে। আজকের দিনে, আসুন আমরা আমাদের প্রিয় বন্ধুকে একটি কল করি। জানতে চাই, কেমন আছেন তিনি? ভাগাভাগি করি পুরনো দিনের গল্প এবং তৈরি করি নতুন কিছু স্মৃতি।

 

বন্ধুত্ব হলো এমন এক সম্পদ, যা যত বেশি ভাগ করবেন, ততই বাড়বে। তাই এই বিশেষ দিনে নিজে থেকে প্রথম কলটি করুন। হয়তো আপনি কারও দিনটিকে রঙিন করে তুলবেন।

 

বন্ধুত্ব চিরকালীন হোক, আর সেই বন্ধুত্বের শুরু হোক আজকের একটি কল দিয়ে।

লেখক- মোছাঃ সাথী খাতুন 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park