1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বড় হারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ  আকাশ দাশ সৈকত

 

ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসর শুরু করলো বাংলাদেশ ।

 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ । রানের খাতা খোলার আগেই ভারতীয় পেসার মোহাম্মদ শামীর শিকার হয়ে ফিরেন সৌম্য সরকার। সৌম্যের দেখানো পথে হেঁটে পরের ওভারে হার্ষিত রানার শিকার হয়ে ফিরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এইদিন ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে ঢুকতে পারেনি চারে নামা মেহেদী হাসান মিরাজও। আক্রমণাত্মক শুরু করা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে ২৫ রানে আর রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাকে মুশফিকুর রহিমকে ফিরিয়ে মাত্র ৩৫ রানে বাংলাদেশকে খাদের কিনারে ফেলে দেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল।

 

দলের এমন অবস্থায় দলের দায়িত্ব ভার এসে পড়ে দুই তরুণ তৌহিদ হৃদয় এবং জাকের আলির কাঁধে। খাদের কিনারায় থাকা দলের দায়িত্বও ভালোভাবে পালন করেছিলেন দুইজন। তবে তাদের গড়া পঞ্চম উইকেট জুটিতে গড়া ১৫৫ রানের ভয়ঙ্কর জুটি ভাঙেন মোহাম্মদ শামি। আর উইকেট নিয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি যদিও বলের হিসেবে প্রথম। জাকেরর বিদায় এইদিন দ্রুত বিদায় নেন রিশাদ হোসেন । এরপর সাকিবকে ফিরিয়ে ৫ ‌উইকেট নিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ উইকেট নেন শামি। এইদিকে ব্যাটারদের আশা যাওয়ার মিছিল আর সঙ্গীকে হারিয়ে হৃদয় থেমেছেন শতক করেই। ১১৮ বলে ৬ চার ২ ছক্কায় ইনিংসে শেষ ওভারে আউট হওয়ার আগেই হৃদয় থেমেছেন শতরান করে । ২ বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২২৮ রানে । ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫ উইকেট নেওয়ার পাশাপাশি হার্ষিত রানা নেন ৩টি উইকেট ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া ।

 

বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় ভারত। তবে ব্যক্তিগত ৪১ রানের মাথায় রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতের ৬৯ রানের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রো এনে দেন তাসকিন আহমেদ। রোহিতের বিদায়ে তিনে ব্যাট করতে নামা ভিরাট কোহলি নিজের ইনিংস বড় করতে পারেননি । রিশাদের শিকার হয়ে ফিরেন ২২ রানে। এইদিন উইকেটে থিতু হতে পারেনি আরেক অভিজ্ঞ শ্রেয়ার আইয়ার ও ফিরেন ১৫ রান করে । দ্রুত উইকেট হারাতে বসা ভারত অক্ষর প্যাটেলকে এইদিন টপে খেলালেও তাকে ৮ রানে ফিরিয়ে দেয় রিশাদ হোসেন।

 

অক্ষর বিদায় নিলে এরপর অন্য ওপেনার শুভমান গিলকে সঙ্গী করে পঞ্চ উইকেটে দারুণ জুটি গড়েন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। দুইজনের পঞ্চম উইকেটের ৮৭ রানের জুটিতে ২১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। ১২৯ বলে ৯ চার আর ২ ছয়ে ১০১ রানে অপরাজিত থাকেন শুভমান । তাকে যোগ্য সঙ্গ দেওয়া রাহুল অপরাজিত থাকেন ৪১ রানে।

 

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২২৮ (৪৯.৪ ওভার)
হৃদয় ১০০ (১১৮) জাকের ৬৮ (১১৪)
শামি ৫৩/৫ রানা ৩/৩১

ভারত ২৩১/৪ (৪৬.৩ ওভার)
শুভমান ১০১* (১২৯) রাহুল ৪১* (৪৭)
রিশাদ ২/৩৮ তাসকিন ১/৩৬

ফলাফল ভারত ৬ উইকেটে জয়ী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park