একই মায়ের চারটি সন্তান
বোন দুটি বড়,
আমার পরে আছে ভাই
সে আদরের ছোট।
সুখের সংসার সাজানো গোছানো
অনেক সুন্দর ছিলো,
একদিন একটা দমকা হাওয়া
জীবনটারে করলো এলোমেলো।
সন্তানের কাঁধে বাবার লাশ
কত কষ্ট এ বুকে,
কেমন করে সইবো আমি
বুক ফেটে যায় শোকে!
কৈশোর বয়সে সংসার নামক
বোঝা পড়ল এসে ঘাড়ে,
দিন রাত পরিশ্রম করেও
সুখ নাহি বাড়ে।
মায়ের মুখের হাসি দেখতে
করলাম কত কিছু,
নিজের জীবন উজার করে
ধরলাম সংসারের পিছু।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com