বটের ছায়া
মোঃ নূরুল আলম বখতিয়ার
ক্লান্ত পথিক পেয়ে খুশি
শীতল বটের ছায়া
শ্রান্ত দেহ লুটিয়ে বসে
মাতৃ স্নেহ মায়া।
ভাবছে পথিক বিশাল বটের
ক্ষুদ্র অতি ফল
সাঝছে বটের বিশাল দেহ
রঙিন টল মল।
কেন প্রভূ দিলে নাকো
কেজি সম আকার
খেয়ে কভু করি না কো
শুকরিয়া প্রভূ তোমার?
পাখ পাখালী জুড়ে বসে
খেয়ে ক্ষুধা মেটায়
মানব হয়ে পথিক কেন
ফলের স্বাদ না পায়!
হঠাৎ একটা ফল এসে
পথিকের নাকের ডগায়
সঠিক সৃষ্টি বুঝলো শেষে
পথিক বটের ছায়ায়।