1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বগুড়ায় যুব অধিকার পরিষদ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ  মোস্তফা আল মাসুদ, বগুড়া।

 

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার ) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

 

গনঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া সদর উপজেলা শাখার পক্ষ থেকে শহীদদের স্মরণে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের বগুড়া সদর উপজেলার সভাপতি মোঃ ইসরাফিল আলম, সহ-সভাপতি মমিনুর রহমান,সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ (আকাশ) সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান পাভেল,যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাঃ শিপন মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, সহ দপ্তর সম্পাদক মোঃ অনন্ত হোসেন নীরব,অর্থ সম্পাদক মোঃ সোহানুর রহমান শুভ সহ যুব নেতা শুভ(১)জাহিদ,রাজন,পলাশ, আরাফাত, শিবা,আলিফ,আলিফ, শুভ(২),বিপ্লব, রাকিব, বিদান,আকমল, আলিফ, মানিক, আরিফুল।সরকারি আজিজুল হক কলেজের ছাত্রঅধিকার পরিষদের ছাত্রনেতা মোঃ আফ্রিদি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park