ডেক্সঃ ইচ্ছাশক্তি
বাংলা সাহিত্য জগতে প্রতিনিয়ত নতুন লেখকের আগমন ঘটছে। তাঁদের সৃষ্টিশীল চেতনা, স্বপ্ন, এবং সাহিত্যিক কল্পনা ভবিষ্যতের সাহিত্যকে সমৃদ্ধ করবে—এ আশা সকলের। কিন্তু দুঃখজনকভাবে, এই স্বপ্নকে পুঁজি করে এক শ্রেণির প্রতারক প্রকাশক ও তথাকথিত প্রকাশনী প্রতিষ্ঠান নবীন লেখকদের আর্থিক ও মানসিকভাবে শোষণ করছে।
নবীন লেখকরা যখন তাঁদের প্রথম বই প্রকাশ করতে আগ্রহী হন, তখন তারা অনেক সময়ই প্রকাশনা প্রক্রিয়া, বাজারচাহিদা, প্রচার কৌশল বা কপিরাইট সম্পর্কিত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। এই অজ্ঞতাকেই সুযোগ হিসেবে ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি "বই প্রকাশের প্রতিশ্রুতি" দিয়ে লেখকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অনেক সময় দেখা যায়, টাকা নেওয়ার পর বই প্রকাশ করা হয় না, অথবা অত্যন্ত নিম্নমানের ছাপা ও প্রুফে বই বের করে লেখকের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করা হয়।
এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে নবীন লেখকদের কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি:
নবীন লেখকদের উদ্দেশ্যে আমাদের বার্তা: স্বপ্ন দেখুন, লিখুন, প্রকাশ করুন—তবে চোখ কান খোলা রেখে। সাহিত্যের যাত্রা হোক সম্মানজনক ও নিরাপদ। আর সমাজের দায়িত্বশীল প্রকাশক, লেখক এবং পাঠকদের উচিত এই প্রতারকদের মুখোশ উন্মোচন করে নবীনদের পাশে দাঁড়ানো।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com