প্রতিবেদকের নাম: খাদিজা আক্তার (ভুক্তভোগী), চান্দিনা, কুমিল্লা।
প্রতারক সম্পাদক মোঃ নাসির উদ্দিন চিশতী। কুমিল্লার চৌদ্দগ্রামে জেলায় ১৯৮২ সালের ৪ই মে জন্মগ্রহন করেন। পেশায় তিনি একজন বই প্রকাশের সম্পাদক। সম্পাদক হলেও তিনি লেখকদের বই, ম্যাগাজিন প্রকাশ করার নামে প্রায় ৭০জন কবি লেখকদের থেকে ইচ্ছাপূরণ ষান্মাসিক ম্যাগাজিন,অপূর্ণ ভালোবাসা,২৪ এর কবিতা এই বইগুলোর শর্ত মোতাবেক কারো থেকে ৭০০,কারো থেকে ১০০০ এভাবে অনেকের অনেক টাকা হাতিয়ে নিয়েছে।
নির্ধারিত সময়ে প্রকাশ না হওয়ায় কবি/ লেখকগণ দিনের পর দিন কি কল, ম্যাসেজ দিয়ে যাচ্ছেন কিন্তু সম্পাদক এর লেশমাত্র খুঁজ ও মিলছেনা।
ফেসবুক, ম্যাসেঞ্জার, হয়াটসএপ সহ কন্টাক্টেও ওনার হদিস মিলছেনা। সকলের টাকা আত্মসাৎ করে নিজেকে আড়াল করে রেখেছে,আমরা এর চরম বিচার চাই, কারণ আমিও একজন ভুক্তভোগী। ওনার পরিচয় সহ মোবাইল নাম্বার নিম্নে উপস্হাপন করছি, নাম: মোঃ নাসির উদ্দীন চিশতী,পিতা: মৃত জামাল উদদীন, জন্মস্হান : কুমিল্লার চৌদ্দগ্রাম।
মোবাইল নাম্বার :০১৯০৮৯২৬৮১৫/০১৬০৩৫৮৪২৮৪।