আপনি কি প্রতারণা ব্যতীত ন্যায্য মূল্যে মানসম্পন্ন বই প্রকাশ করতে আগ্রহী ?
আপনি কি সুন্দর প্রচ্ছদ, ১ম শ্রেণির কাগজ, উন্নত মানের ছাপাসহ পেস্টিং বোর্ডের নিখুঁত বই পেতে চান ?
আপনি কি পেশাদার সাহিত্যিক ও বানান বিশেষজ্ঞ/প্রুফরিডার দ্বারা সাহিত্যমান এবং নির্ভুল বানান সম্বলিত বই প্রকাশ করতে চান ?
আপনি কি ঢাকায় অনুষ্ঠিত একুশে বইমেলায় আপনার বইটি স্টলে প্রদর্শন ও বিক্রি করতে চান ?
বইমেলা ছাড়াও বিভিন্ন বইয়ের দোকান, অনলাইন শপে সারাবছর আপনার বই প্রদর্শন ও বিক্রি করতে চান ?
অনলাইনের পাশাপাশি আপনার বইয়ের অধিক প্রচারের জন্য পত্রিকা ও ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করতে চান ?
কোনো চিন্তা নেই কারণ, আপনাদের পাশে আমরা আছি। বিনামূল্যে আপনার বইয়ের বিজ্ঞাপন ও প্রচারের অবিশ্বাস্য সুযোগ সুবিধা সহ মানসম্মত বই প্রদানে আমরাই সেরা।
কি ভাবছেন বই প্রকাশ করবেন ? তাহলে আমাদের ইচ্ছাশক্তি প্রকাশনী থেকেই আপনার বইটি নিশ্চিন্তে প্রকাশ করতে পারেন।
বই প্রকাশের নিয়মাবলি ও শর্তসমূহঃ
১. পাণ্ডুলিপি পাঠানোর পর তা মনোনীত হলে লেখক- প্রকাশক চুক্তিনামা সম্পন্ন হবে। পাণ্ডুলিপির সাথে লেখকের স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সংক্ষিপ্ত পরিচিতি, একটি সুন্দর ছবি, উৎসর্গপত্র, প্রকাশিত গ্রন্থসংখ্যা (যদি থাকে) ইত্যাদি সংযুক্ত করে দিতে হবে।
২. পাণ্ডুলিপি একেবারেই মানহীন হলে বা মনোপুত না হলে বই প্রকাশে আমরা আগ্রহী নই। তবে মোটামুটি মানের বই বিশেষ বিবেচনায় সম্পাদনা করে প্রকাশ করা যেতে পারে।
৩. পাণ্ডুলিপি বিজয় অভ্র ফন্টে কম্পোজ / টাইপ করে পাঠাবেন।
৪. বর্তমানে আমরা ফ্রি’তে কোনো বই প্রকাশ করছি না। তবে মানসম্পন্ন ও পাঠকের কাছে ব্যাপক চাহিদা সম্পন্ন বই শর্তসাপেক্ষে অন্তত ৫০% কপি মূদ্রিত মূল্যে আগাম কিনে নিলে বাকি ৫০% এর খরচ প্রকাশনী বহন করতে আগ্রহী।
৫. আমাদের কাছে লেখকের রক্ষিত বই বিক্রি হলে লেখককে শর্তানুযায়ী রয়্যালিটি প্রদান করা হয়।
৬. দূরের লেখকদের জন্য কুরিয়ারে বই পাঠানোরর সু-ব্যবস্থা রয়েছে।
যোগযোগঃ
ইচ্ছাশক্তি প্রকাশনী Ichchashakti Prokashoni
স্বত্বাধিকারী-
৩৪ বাংলাবাজার, ঢাকা-১১০০
01975-274614, 01516-379064