1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে ইয়াকুব আলী তুহিনের প্রথম কাব্যগ্রন্থ “জন্মভূমির কথা”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে ইয়াকুব আলী তুহিনের প্রথম কাব্যগ্রন্থ “জন্মভূমির কথা”। বইটি প্রকাশ করছে ইচ্ছাশক্তি প্রকাশনী। ইতিমধ্যে রকমারি সহ বিভিন্ন অনলাইনশপে প্রি-অর্ডার এর ভিত্তিতে বইটি অর্ডার করা যাচ্ছে। এছাড়া অমর একুশে বইমেলায় পাওয়া যাবে বইটি। বইটি ৯৬ পেইজের এবং মুদ্রিত মূল্য ৩২০ টাকা রাখা হয়েছে।

 

জন্মভূমি—এই শব্দটি আমাদের সবার হৃদয়ের সবচেয়ে প্রিয় একটি অনুভূতির নাম। এই শব্দের সাথে মিশে আছে মাটির গন্ধ, নদীর ধারা, প্রকৃতির ছোঁয়া আর মানুষের সহজ-সরল জীবনের নিবিড় স্পর্শ। “জন্মভূমির কথা” কবিতার বইটি এমনই এক সংকলন যেখানে প্রকৃতি, মানবিকতা এবং সমাজ জীবনের গভীর দর্শন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। প্রতিটি কবিতার পংক্তিতে যেন ফুটে উঠেছে আমাদের দৈনন্দিন জীবন ও সমাজের বাস্তবচিত্র, যা পাঠকের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে।

 

এই সংকলনে স্থান পাওয়া প্রতিটি কবিতা শুধু মনের আবেগ বা সৌন্দর্যবোধকে প্রকাশ করে না বরং আমাদের চারপাশের প্রকৃতিকে নতুনভাবে দেখার সুযোগ করে দেয়। কবিতাগুলোতে মানবিকতার যে অবিনশ্বর বোধ তা আমাদের মনুষ্যত্ববোধকে আরও গভীর করে তোলে। তেমনি সমাজ জীবনের জটিলতা ও বৈষম্যের চিত্র ফুটে উঠেছে এমনভাবে, যা পাঠকদের নতুন করে ভাবতে বাধ্য করবে।

“জন্মভূমির কথা” পাঠকদের জন্য এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা নিয়ে আসবে, যা তাদের মনন ও বোধের জগৎকে আরও সমৃদ্ধ করবে। আশা করি এই কবিতাগুলো আমাদের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য সাক্ষ্য হয়ে থাকবে। বইটি লিখেছেন উদীয়মান কবি ইয়াকুব আলী তুহিন, যিনি ১৯৯৭ সালের ১৫ই এপ্রিল সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার হিজলা গ্রামে জন্মগ্রহণ করেন।  পিতা উকিল আলী ও মাতা জয়নব বিবির আদরে গড়ে ওঠা কবি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিজের গ্রামে। শৈশব থেকেই তাঁর মধ্যে সাহিত্যপ্রেমের বীজ অঙ্কুরিত হয়, যা পরবর্তীতে তাঁর কবি জীবনের ভিত্তি তৈরি করে।

 

শিক্ষাজীবনে তিনি মানবিক বিভাগের ছাত্র ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে Philosophy (দর্শন) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখির জগৎ মূলত অনুগল্প ও ছোট গল্পের মাধ্যমে শুরু হলেও কবিতা-ই তাঁর প্রধান আকর্ষণ। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি শখের বশে ছোট গল্প ও কবিতা লিখে থাকেন, তবে কবিতার জগতে তাঁর বিচরণ সবচেয়ে বেশি। তাঁর কবিতাগুলো চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী, যা পাঠককে ভাবনার জগতে নিয়ে যায়।

তাঁর কবিতায় প্রকৃতি, মানবিকতা এবং সমাজ জীবনের গভীর দর্শন ফুটে ওঠে।

 

তাঁর লেখা প্রথম একক কাব্যগ্রন্থ “জন্মভূমির কথা” এবং যৌথ কাব্য সংকলন “চব্বিশের গণবিস্ফোরণ”। পেশায় তিনি একজন শিক্ষক। প্রথম জীবনে কিছুদিন মাল্টিপ্রোডাক্ট লিমিটেড কোম্পানিতে কাজ করলেও পরে শিক্ষকতাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলার শাহপরাণ মডেল হাই স্কুলে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেন।

 

তাঁর প্রকৃত সত্তা একজন কবি, যিনি ভ্রমণপিপাসু মন নিয়ে বাংলা সাহিত্যের রসে ডুবে থাকেন। ভ্রমণ করতে করতে তিনি বাংলা সাহিত্যের গহীন রস সংগ্রহ করেন এবং সেই অভিজ্ঞতা থেকে জন্ম নেয় তাঁর কবিতার ছন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park