প্রতিবেদনঃ ইচ্ছাশক্তি
আসন্ন বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে প্রতীক্ষিত যৌথ কাব্যগ্রন্থ “স্বপ্নের দিগন্তে”। এ গ্রন্থটি সমকালীন কবিতার বিভিন্ন ধারার প্রতিচ্ছবি। এটি যৌথভাবে রচনা করেছেন নবীন ও প্রবীণ কবিরা, যারা তাদের গভীর অনুভূতি, স্বপ্ন, সংগ্রাম এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকে কবিতায় ফুটিয়ে তুলেছেন।
গ্রন্থটির সম্পাদনা করেছেন বিশিষ্ট কবি কামাল মাহমুদ জয় ও মুহাম্মদ কাউছার আলম রবি। সম্পাদক মুহাম্মদ কাউছার আলম রবি বলেন, “এই কাব্যগ্রন্থটি নতুন ও অভিজ্ঞ কবিদের একটি সৃজনশীল মঞ্চ। এখানে পাঠকরা পাবে আবেগময় অনুভূতির নিখুঁত প্রকাশ। বইটি কেবল একটি সংগ্রহ নয়, বরং আমাদের সাহিত্যের বহুমাত্রিকতার প্রতীক।”
“স্বপ্নের দিগন্তে” বইটিতে থাকছে ২০+ নবীন, প্রবীন লেখকদের ১২০+ কবিতা, যা মানব জীবনের নানা রঙ ও রূপ তুলে ধরেছে প্রতি কবিতায়। কবিতাগুলো প্রকৃতি, প্রেম, বিচ্ছেদ, জীবনসংগ্রাম এবং আশা-নিরাশার মিশেলে পাঠককে নিয়ে যাবে এক অনন্য কবিতার জগতে।
বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনার ও ফ্রিলান্সার মোঃ নাছিম প্রাং। তার দৃষ্টিনন্দন শিল্পকর্ম বইটির ভাব ও আবেগকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকাশনা সংস্থা ইচ্ছাশক্তি প্রকাশনী জানিয়েছে, বইটি মেলায় তাদের পরিবেশক স্টল সহ একাধিক স্টলে পাওয়া যাবে এবং অনলাইনেও প্রি-অর্ডার করা যাবে। অনলাইন ইচ্ছাশক্তি ডট কম, রকমারী ও পিবিএস থেকে বইটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডার শিঘ্রই শুরু হবে।
যৌথ কাব্যগ্রন্থ “স্বপ্নের দিগন্তে” বাংলা সাহিত্যের পাঠকদের জন্য এক অনবদ্য উপহার হতে যাচ্ছে। কবিতাপ্রেমীদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য সংগ্রহ।