একুশে বইমেলা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাণের উৎসব। এ বছরের বইমেলায় পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছায়া প্রকাশন স্টল। গতকাল ছায়া প্রকাশনের স্টলে জমেছিল এক অনন্য মিলনমেলা, যেখানে উপস্থিত হয়েছিলেন একঝাঁক খ্যাতিমান কবি ও সাহিত্যিক।
সন্ধ্যার পর থেকেই ছায়া প্রকাশনের স্টলে ভিড় বাড়তে থাকে। পাঠক, লেখক ও বইপ্রেমীরা একত্রিত হয়ে এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেন। প্রখ্যাত কবি আব্দুস সাত্তার সুমন সহ আরও অনেক গুণীজন উপস্থিত ছিলেন।
লেখক ও পাঠকদের মধ্যে সরাসরি কথোপকথনের সুযোগ সৃষ্টি হয়েছিল। লেখকরা তাদের নতুন বই নিয়ে আলোচনা করেছেন এবং পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। স্টলের কোণায় বসানো হয়েছিল এক ছোট্ট আড্ডার আসর। সেখানে কিছু কবিতা আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এছাড়াও, স্টলে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠকদের মধ্যে ছিলেন তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ সাহিত্যপ্রেমী পর্যন্ত সবাই। নতুন প্রজন্মের পাঠকদের উৎসাহ ও আগ্রহ ছিল লক্ষণীয়। অনেকে তাদের প্রিয় লেখকদের সঙ্গে সেলফি তুলেছেন এবং বইয়ে অটোগ্রাফ নিয়েছেন।
বইমেলার এমন আয়োজন আমাদের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে। ছায়া প্রকাশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা লেখক-পাঠকের দূরত্ব ঘোচাতে বড় ভূমিকা রাখছে। বইমেলার দিনগুলোতে এই স্টলে আরও অনেক আকর্ষণীয় আয়োজন থাকবে বলে জানা গেছে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com