প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
আঙ্গুলের চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ব্যাটার সৌম্য সরকার। তবে এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে নেমে আবারো চোট পেয়েছেন সৌম্য । যদিও চোট তেমন গুরুতর নয়, তারপর ও বেশ পর্যবেক্ষণে আছেন এই হার্ডহিটার ব্যাটার।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিল্ডিং করতে নেমে হাতের আঙ্গুলের চোটে পড়েন সৌম্য । সেই চোটের কারণে খেলতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনেক ম্যাচ। তবে চোট থেকে সেরে উঠে মাঠে নেমেছিলেন বিপিএলের শেষদিকে আর সেইখানে থেকে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে রংপুর রাইডার্স এলিমিনিটর থেকে বাদ পড়ায় আর চার ম্যাচের বেশি খেলতে পারেনি সৌম্য ।
ফলে শনিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আজও (সোমবার) ক্রিকেটাররা মিরপুর শের-ই বাংলায় অনুশীলনে নামেন। সেখানেই নতুন করে চোটে পড়েছেন সৌম্য। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য।
তবে মাঠে লুটিয়ে পড়ে প্যাভিলিয়নের দিকে ফিরলেও ম্যাচ ফিজিও জানায় চোট তেমন গুরুতর নয়। এবং সেইটি যেন দেখা গেলো সৌম্যের মধ্যেও দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেও রাতে আবার অনুশীলনে নামেন তিনি।