1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইমাদ!

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

 

অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আবারো পাকিস্তানের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন ।

 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আরো আগেই । তবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ পারফরম্যান্স করে নজরে আসেন পাকিস্তান নির্বাচকদের। ভক্ত আর সমর্থকদের চাওয়াতে তখন অবসর ভেঙে পাকিস্তান জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্টের চার ম্যাচের তিন ম্যাচ খেলার পর আর পাকিস্তানের হয়ে ডাক পায়নি এই অলরাউন্ডার । তাইতো এইবার ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইমাদ।

 

আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিজেই এই ঘোষণা দিয়েছেন ইমাদ। অবসরের ঘোষণায় তিনি লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়।’

 

আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছিলেন ইমাদ ওয়াসিম। ৭৫টি টি-টোয়েন্টিতে ৭৩টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৫৫৪ রান। ছিলেন শর্টার ফরম্যাটের নাম্বার ওয়ান বোলারও। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।

 

এইদিকে ইমাদের অবসরের দিনে পাকিস্তানের আরেক তারকা পেসার মোহাম্মদ আমির ও জাতীয় দলকে বিদায় বলেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park