1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

প্রেমে পড়া বারণ —- রিফাত গাজী 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রেমে পড়া বারণ

 রিফাত গাজী 

 

প্রেমে পড়া বারণ—

যেন নিষিদ্ধ কোনো অনুচ্চারিত মন্ত্র,

যার উচ্চারণে হৃদয় জ্বলে ওঠে,

নিঃশব্দে ধ্বংস হয় অস্তিত্বের অন্তর্নিহিত স্তম্ভ।

তোমার স্মৃতি আজও ঘুমের রেখায় আগুন আঁকে,

তবু সে অগ্নিপথে হাঁটা—স্বপ্ন নয়, শাস্তি!

 

কারণে অকারণে তোমার নাম ঠোঁটে এলে,

ভাষা থেমে যায়—নিষেধের অদৃশ্য কারাগারে।

চোখে তোমার অবয়ব এঁকে ফেললেও,

দৃষ্টির উপর পড়ে আত্মসংযমের কঠিন পর্দা,

ভালোবাসা আজ আর ভালো থাকার নয়—

তা এক বিষময় অভিশাপ,

যা আত্মায় ছড়ায় পুড়ে যাওয়া পাণ্ডুলিপির গন্ধ।

 

তোমায় মনে পড়ে? পড়ে—

কিন্তু সেই ‘মনে পড়া’ আজ নৈবেদ্য নয়,

বরং নৈরাশ্যের নির্মম শিলালিপি!

প্রেমে পড়া বারণ ছিল,

তবু হৃদয় তো শোনেনি সমাজের ফতোয়া!

 

আজ আমি প্রেমের পাপগ্রস্ত অভিযুক্ত,

তোমার অস্তিত্বই আমার অনুশোচনার কবিতা।

তবু, এই অপরাধে আমি মুক্তি চাই না—

কারণ, তুমি স্মৃতিতে থাকো বলে

আমি এখনো মানুষ, এখনো ব্যথিত, এখনো বাঁচি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park