প্রেমের মোহে
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ভালোবাসার মোহন বাগে
স্বপ্নের আশা ফুটে,
আপন জনা মোহক তালে
মিলন সুধা লুটে।
প্রেম বিশ্বাসে গড়িলে ঘর
মনের আশা জাগে,
আপনা ভাব প্রেম বন্ধনে
ফুটন্ত ফুল বাগে।
দিনের বেলা সূর্যের আলো
প্রেমের টানে ছুটে,
সরব থেকে মোহের ঘোরে
ইচ্ছার মার্গ লুটে।
ঝড়ের বেগে আপন মনে
আপন বরণ করে,
ঐক্যের সুরে মোহন বাঁশী
মধুর সুর যে ধরে।
ভালোবাসার মোহন বাঁশী
বাঁজবে মনো রাজে,
পাগল পাড়া হৃদয় রাজ্য
তোমার জন্য সাজে।
প্রেমের মোহে অন্ধ জগৎ
ভালোবাসার জন্য,
পাগল বেশে রাস্তা মাপেন
প্রেম হারিয়ে হন্য।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com