পাথর খেয়ে মানুষ হত্যা,
কেন দিলে সাজা?
সমর্থন ছাড়া নেতা হয়েছে,
ভাবে সেই রাজা।
কথায় কথায় গায়ে হাত,
দিচ্ছো কেন, ভাই?
মানুষ এখন দিশেহারা,
বাঁচার উপায় নেই।
গলির ধারে টং দোকানে
বলছি আমি কথা;
তিরের মতো ছুটে এসে,
দিলে কেন ব্যথা?
ব্যবসায়ীগণ দিশেহারা,
চাঁদা নিচ্ছে রোজ;
ওগো, আমার প্রিয় নেতা,
কবে নেবেন খোঁজ?