প্রাথমিকে শিক্ষক যিনি
গড়েন শিক্ষার ভীত
শক্ত হাতে যত্ন করে
দেয় যে তারা নীত ।
শেখান অ আ বর্ণ লিখা
হাতে ধরে শিক্ষা
সারাজীবন গেঁথে মালা
কোমলমতি দীক্ষা ।
প্রাথমিকে শিক্ষক যিনি
ধৈর্য তার যে সম্বল
দিনের শেষে কিনে তিনি
বাজার দরে কম্বল ।
শোনে কমই বৃদ্ধ হলে
কানটা হয় যে বধির
শেষ জীবনে কমই জুটে
সুখের জীবন অধীর ।
পদোন্নতি হয় না দেখা
চাকরি বয়স শেষ
পেনশন জুটে শেষের দিকে
স্বজন খুশি বেশ ।