অন্তরা খাতুন
একদা ছিল এক ছেলে। তার নাম ছিল আব্রাহাম রহমান। বাবা ছিল প্রবাসী। বাবাকে ছাড়াই সে বড় হতে থাকে। তার বয়স যখন চার বছর। তখন তার বাবা দেশে আসে। দুই মাসের ছুটি নিয়ে।প্রথমে ছেলেটি বাবা কে না চিনলে ও বেশি সময় লাগে না বাবাকে চিনতে।
তার পর ছেলেটি অনেক খুশি হয় বাবাকে পেয়ে। বাবার সাথে গল্প করে। নদী যে ঘুরতে যায়। বাজারে যায়। বাবার সাথে প্রতিদিন গোসল করে। অনেক আনন্দে দিন কাটে। দেখতে দেখতে বাবার ছুটি শেষ। বাবা চলে যায়। সবাই বিদায় দিতে যায় তাদের মোরের মাথায়। বাস আসে, বাবা বাসে ওঠে, তাকে কোলে নিয়ে। সে ভাবে বাবা তাকে নিয়ে যাবে। যখন বাস ছেড়ে দেয়, বাবা তাকে টাকা দিয়ে নামিয়ে দেয়, সে টাকা নেবে না বাবার সাথে যাবে। ছেলেটি অনেক কান্না করে। বাবা আর আসে না। বাবা প্রবাসে পাড়ি জমায়। বাবা ফোন করে। অভিমানী ছেলে আর কথা বলে না বাবার সাথে।
সে অভিমান করেছে বাবার সাথে, তাকে বাবা নেয় নাই, আমি কথা বলব না, ফোন কেটে দেও।