আসসালামু আলাইকুম
সুখের জন্য ঘর ছেড়েছি, ছেড়েছি পরিবার।
অতি সাধারণ পরিবার আমাদের ছোট গ্রাম,ছোট ছোট ঘর। এই গ্রামের ছিলনা অভাব, সবুজ শ্যামলের ভর, ছোট গ্রামটি।
দেখতে দেখতে পার হয়ে যায় বিশটি বছর,
লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত, পরিবারের খরচ চালানো হিমশিম হয়ে যাচ্ছে, বাবার উপরে সংসারের দায়িত্ব, আমি বেকার বলে পরিবারের সাপোর্ট দিতে পারছি না, হঠাৎ চিন্তা হল, এখন পরিবারের সাপোর্ট দোয়া আমার অতি জরুরী, পরিবারের পাশে দাঁড়ানো আমার এখন উত্তম সময়। বাবার কষ্ট দেখে ভালো লাগেনা? হঠাৎ চিন্তা হল প্রবাসে চলে যাই, বাবার সাথে কথা বললাম” পরিবারের সবার সাথে কথা বললাম ”
আলোচনা শেষ করলাম পাসপোর্ট এর জন্য টাকা নিলাম, পাসপোর্ট শেষ হলো এখন প্রবাসের টার্গেট, পরিচিত কেউ নাই দালালের মাধ্যমে ইরাকের পাসপোর্ট দিলাম।
বেশ কয়েকদিন হয়ে গেল, দালাল আমাদের আশ্বাস দিল আরো কয়েকদিন লাগবে, চিন্তা করবেন না খুব দ্রুত হয়ে যাবে।
-সুখের জন্য ঘর ছেড়েছি, ছেড়েছি মায়ার বাঁধন, পরিবারের ভালো রাখাই আমার ছিল একমাত্র কারণ?
পরিবারের সুখে রাখাই আমার ছিল, আমার একমাত্র সুখ।
সুখের জন্য দেশ ছেড়েছি, ছেড়েছি চেনা মুখ,
ছেড়েছি আপন জন্মভূমি ।
যে দেশ স্বাধীন করেছে তারা মুক্তিযোদ্ধা,
স্বাধীন দেখে থাকতাম সুখে,থাকতাম মায়ের কোলে।
সবাই আমার আপনজন, প্রতিবেশী মানি।
-শুরু হলো নতুন জীবন, কষ্টের জীবন, প্রবাস জীবন, সাফল্যের জীবন, প্রতিষ্ঠিত হওয়ার জীবন, লক্ষ্য অর্জনের জীবন, আমার প্রবাস জীবন।
-প্রবাস মানে সুখে-দুখে কাজে আপনজন, সহপাঠী যারা কাজের সাথী তারা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজকে এগিয়ে নিয়ে যাওয়া নাম প্রবাস জীবন। মরুর মাঝে কষ্টের ফল ফোটানোর নামই প্রবাস জীবন, সাগরকে পাড়ি দেয়ার নামই প্রবাস জীবন,পাহাড়কে পারি দেয়ার নামই প্রবাস জীবন।
=প্রবাসীর কষ্ট :
পরিবারের কষ্ট, বাবার কষ্ট, মায়ের কষ্ট, ভাইয়ের কষ্ট, বোনের কষ্ট, ছেলের কষ্ট, মেয়ের কষ্ট, বউয়ের কষ্ট, সুখের কষ্ট, দুঃখের কষ্ট, খাবারের কষ্ট, মনের কষ্ট, ভবিষ্যতের কষ্ট, কাজের কষ্ট, রোদের কষ্ট, ঘুমের কষ্ট, খাওয়ার কষ্ট, গোসলের কষ্ট, দালালের কষ্ট, নির্যাতনের কষ্ট, চিন্তার কষ্ট, টেনশনের কষ্ট,ঋণের কষ্ট, বাড়ির কষ্ট, ঘরের কষ্ট, দিনের কষ্ট, সুদের কষ্ট, থাকার কষ্ট, দেশে যাওয়ার কষ্ট, দেশপ্রেমের কষ্ট, ভালোবাসার কষ্ট, বেঁচে থাকার কষ্ট, মনের কষ্ট, যানজটের কষ্ট, খাবার না পাওয়ার কষ্ট, স্বপ্ন ভাঙ্গার কষ্ট, মৃত্যদেহের কষ্ট,নিজের রান্না করে খাওয়ার কষ্ট, অক্লান্ত পরিশ্রমের কষ্ট,
সর্বশেষ কষ্ট টাকার কষ্ট।
-এমন হাজার কষ্ট নিয়ে প্রবাসে থাকা নামটাই প্রবাস জীবন।
তাও আমাদের পরিবার সুখে থাকুক ভালো থাকুক, সারাক্ষণ এমন চিন্তাই থাকে মাথা ভর্তি টেনশন হাজার কাজের সম্মুখীন হতে হয়, এমন কি কাজ করতে করতে নিজের জীবনটাও দিতে হয়,
এরই নাম কষ্টের প্রবাস।
মাসুদ রানা
ইরাক, প্রবাসী
০৫/০৪/২৫