1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

প্রবাসীর আর্তনাদ —- মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রবাসীর আর্তনাদ

মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

 

প্রাণের মানুষ ছেড়ে এলাম দেশের টানে,

মাটি, মা, সন্তান, সব ছেড়ে গেলাম জীবনের মানে।

ঘাম ঝরে এ বিদেশে, গলিত শরীর ক্লান্ত,

তবুও বুক ভরে বলি— “আমি প্রবাসী, আমি শান্ত।”

 

মনে করি, পাঠাই টাকা, হাসবে আমার ঘর,

ছেলে-মেয়েরা পড়বে, গড়বে আগামীকাল নতুন পর।

স্ত্রী রাখবে পর্দা, রাখবে ইজ্জত, নাম,

আমার ত্যাগে গড়বে সুখের সংসার, হাসবে সকল Gram।

 

কিন্তু হায়!

যে ছবি দেখি ভিডিও কলে, তা নয় আমার স্ত্রী,

অপরের হাত ধরে হাসছে, লজ্জা নেই, নেই কোন ভীতি।

ভুলে গেছে সে আমার ঘাম, আমার স্নেহ, আমার নাম,

ভুলে গেছে সে প্রবাসীর ত্যাগ—ভুলে গেছে সব দাম।

 

এ কেমন প্রাপ্তি, এ কেমন বদলা?

আমি দেই ভালবাসা, ফিরে পাই কাঁটা-খোলা।

আমি গড়ি ভবিষ্যৎ, ওরা ভাঙে ঘর,

আমি পাঠাই টাকা, ওরা বিলায় চরিত্রের মহারথে পর।

 

সবাই নয়, তবুও কিছু মুখ আজ করে কলঙ্ক,

তাদের জন্যই প্রবাসীর বুকের ভিতর বাজে শোকের ঢংক।

প্রেম নয়, দায়িত্ব নয়—শুধুই লোভ আর মোহ,

এদের দেখে কাঁদে হৃদয়, হাসে পাপের দলিত গোহ।

 

তবুও থামবো না আমি, এ মন করবো না ভেঙে,

দেশের মাটির জন্যই তো জীবন কাটছে রক্ত ঢেলে।

সন্তান একদিন বুঝবে, মা একদিন বলবে– “তুইই সত্যিকারের বীর,”

তখন এই ত্যাগে মিলবে শান্তি, চোখে আসবে না আর নীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park