নিজস্ব প্রতিবেদনঃ
পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতির চেয়ারে ফারুক আহমেদ যখন বসেন তখন জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত পাকিস্তান সফরে। দেশটিতে দুই টেস্ট জিতে বাবর আজমদের হোয়াইটওয়াশ করেন শান্ত বাহিনী। এরপর আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় ক্রিকেটারদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে বিসিবি কার্যালয়ে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, এই সাক্ষাতের অপেক্ষায় ছিলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে ড. ইউনূস জানান, পাকিস্তানে তাদের এই অর্জন ঐতিহাসিক। তাদের অর্জনে গোটা জাতি গর্বিত। জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,
জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।