পুরুষের চেয়ে নারী দামী
দেলোয়ার হোছাইন
সতী-সাধ্বী নারীগণ
পৃথিবীর শ্রেষ্ঠ ধন
পুরুষের চেয়ে নারী দামী
কোরানে লিখন ।।
নারী আবার ছলনাময়ী
যদি করে পরাজয় -ই
রূপ দেখে পাগল হইলে
কাঁদিবে সারা জীবন ।।
স্বভাব চরিত্র ভালো হলে
দুঃখ কষ্ট যাবে যে ভুলে
জীবনের স্বাদ বড় মধুর
বুঝবে যে অনুখন ।।
মরুভূমিতে ফোঁটায় ফুল
জগত সংসার যে আকুল
ভাবে দেলোয়ার বসে –
নারীর গুণের কী কিরণ ।।