প্রতিবেদক: আব্দুল মুহিত
ইচ্ছাশক্তি আইডি নংঃ 0020220424
বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল।’ অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যেকোনও দেশে যাওয়া যাবে।
কিন্তু ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয়: ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড।’ অর্থাৎ ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি বাদ দেওয়া হয়।
গত ৯ এপ্রিল, ২০২৫ ঈসায়ী তারিখে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবারও স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্বারকলিপিতে বাংলাদেশি পাসপোর্টে “EXCEPT ISRAEL” পুনর্বহাল সহ ফিলিস্তিন এবং মুসলিম উম্মাহর সামগ্রিক স্বার্থরক্ষা সম্বলিত বেশকিছু দাবি উপস্থাপন করা হয়।
তালামীযের লিখিত প্রজ্ঞাপন বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি পাসপোর্টে “EXCEPT ISRAEL” পুনর্বহালের উদ্যোগ গ্রহণ করে। বিষয়টি পুনর্বহাল করায় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এক বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এরকম যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতেও বাংলাদেশের পররাষ্ট্র নীতিনির্ধারণে মুসলিম উম্মাহর অধিকার এবং স্বার্থ বিবেচনার ক্ষেত্রে যথাযথ গুরুত্বারোপ করার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য যে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার জনমতকে উপেক্ষা করে বিগত সরকারের সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে “EXCEPT ISRAEL” অংশটুকু বাদ দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এছাড়া মুসলিম বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। তালামীযে ইসলামিয়া তৎকালীন সময় এর তীব্র নিন্দা জানিয়ে পাসপোর্টে এটি পুনর্বহালের জোর দাবি জানায়। সার্বিক দিক বিবেচনায় পাসপোর্টে “EXCEPT ISRAEL” সংযুক্ত করা ছিল সকলের প্রাণের দাবি।