বরাবর,
পছন্দের মানুষ
জনাব,
আল-আমিন সাজ্জাদ। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমিও আমাকে ভালবাসবে।সারাজীবন আমার হয়ে থাকবে। তুমি যদি আমাকে ভালো না বাসো -তোমার আম্মুকে বলে দিব, তুমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও। আগের মতো এখন আর বেলকুনিতে আসো না কেন। তুমি আসলে আমার খুব ভালো লাগে। আর শোন সন্ধ্যার পর বাহিরে থাকো কেন। রাসেল, ফারুক ওদের সাথে ঘুরাঘুরি করো কেন। ওরা বাজ ছেলে জানো না। আর যেন না দেখি ওদের সাথে।
আর তুমি আমার জন্য শাওনের মতো হাত কাটবা। ঘুমের ঔষধ খাবা। বাসার জিনিস ভাঙবা স্কুলে যাওয়ার সময় আমার পিছন পিছন যাবা। চকোলেট কিনে দিবা। আমার বাড়ির আশে পাশে ঘুরঘুর করবা। আব্বুর বকা শুনবা। ভাইয়ার হাতে মার খাবা।
বতিতার সাথে কথা বলবা না। আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটা কাউকে বলবা না। সবাইকে বলবা আমি তোমাকে পাত্তা দেই না।
এসব না করলে তোমার আম্মুকে বলে দিবো তুমি সিগারেট খাও।
ভালো থেকো প্রিয়।
ইতি
তোমার পাগলি
রিয়া