পালাতে চাই
রকিবুল ইসলাম।
পালাবার পথ যে খোলা নাই,
তুমিহীনা আমি কোন পথে যাই?
ঠিকানা তো মোর জানা নাই,
তাইতো মন আজ “পালাতে চাই।”
সুখের সন্ধানে ছুটলাম আমি হায়!
সুখ আজ কোথাও আর নাই।
কষ্টের জীবন শেষ না হয়,
তাইতো মন আজ “পালাতে চাই।”
পড়েছিলাম শুধু মিছে ভবের মায়ায়,
সে-ই শেখালো নির্মমতা কারে কয়!
ভালবাসা এখন শুধু মন্দবাসা হয়,
তাইতো মন আজ “পালাতে চাই।”
তৃপ্তি’রা বিলীন হল অতৃপ্ত বাসনায়,
দিনগুলো মোর গেল আশায় আশায়।
আশার পাখিরা বেদনার বালুচরে লুকায়,
তাইতো মন আজ “পালাতে চাই।”
ব্যাকুল চিত্ত সদা ছিল প্রতিক্ষায়,
এই বুঝি এলে মোর আঙ্গিণায়।
এলেনা তুমি আর হয়ে আমায়,
তাইতো মন আজ”পালাতে চাই।”
দিন আজ শুধু কাঁটে ভরসায়,
আলো বুঝি এলো মোর ধরায়।
সুখে না হলেও আছ যাতনায়,
তাইতো মন আজ “পালাতে চাই।”
তুমি বিনা আমি বড় অসহায়,
জীবনে কে আর হবে সহায়!
তৃষ্ণা মিটাবে কে প্রখর খরায়?
তাইতো মন আজ পালাতে চাই।
অসুখ যে আজ সুখের অন্তরায়,
পেলাম না প্রতিষেধক প্রচন্ড জরায়।
সুখ যে হেথা আর নাই,
তাইতো মন আজ “পালাতে চাই।”