মহান আল্লাহ তাআলার প্রতি হামদ।আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।রাসুলের প্রতি সালাম ﷺ.
মানুষ নানা স্বপ্ন দেখে, পরিকল্পনার জাল বোনে। এটাই হলো মানুষের স্বভাব-প্রকৃতিতে বিদ্যমান আশার দীর্ঘতা। অবশ্য এটা নিন্দনীয়ও নয়। রাসুল ﷺ বলেন:-
الشَّيْخُ يَكْبَرُ وَيَضْعُفُ جِسْمُهُ، وَقَلْبُه شَابٌ عَلَى حُبِّ اثْنَتَيْنِ : طُولِ الْعُمُرِ وَالْمَالِ
মানুষ বৃদ্ধ হতে থাকে এবং তার দেহ (অস্থি-মজ্জা) দুর্বল হতে থাকে। কিন্তু দু’টি জিনিসের মোহে তার হৃদয় যেন তরুণ হতে থাকে-দীর্ঘ জীবন ও সম্পদের মোহ।'(মুসনাদে আহমদ-১২১৪৩)
অন্য হাদীসে এসেছে :-
يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ حُبُّ الْمَالِ وَطُولُ الْعُمُرِ رَوَاهُ شُعْبَةُ عَنْ قَتَادَةَ.
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আদাম সন্তানের বয়স বাড়ে আর তার সঙ্গে দু’টি জিনিসও বাড়ে; ধন-মালের প্রতি ভালবাসা আর দীর্ঘ বয়সের আশা।
(সহিহ বুখারী-৬৪২১)
কিন্তু স্বপ্ন ও পরিকল্পনার পাশাপাশি মানুষের কর্তব্য হলো অবশ্যম্ভাবী মৃত্যুর কথা স্মরণ করতে থাকা এবং বেশি বেশি নেক আমল করা। মানুষ জানুক বা না জানুক, অনুভব করুক বা না করুক, মালাকুল মাওত আযরাঈল আ.-কে দেখুক বা না দেখুক, মৃত্যু তো এক অনিবার্য সত্য! মৃত্যু তো হাত-ছোঁয়া দূরত্বে! কেউ যদি অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে, দুর্ভেদ্যতম প্রাসাদ-অভ্যন্তরে, বাঁচতে কি পারবে হিমশীতল মৃত্যুর স্পর্শ থেকে?! মৃত্যু তো সেখানেও তাকে ছুঁয়ে যাবে!
আল্লাহ তাআলা বলেন:-
أَيْنَ مَا تَكُونُوا يُدْرِكُكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
তোমরা যেখানেই থাকো, (সময়মতো) মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুরক্ষিত কোন দুর্গেই থাকো না কেন।
[সূরা নিসা: ৭৮]
মৃত্যু যখন অনিবার্য, তাহলে দুনিয়ার চেয়েও আখিরাতকে প্রাধান্য দেওয়া আমাদের অবশ্যই কর্তব্য।আমিও তরুণ তুমিও তরুণ আসো বন্ধু মুক্তির পথে কুরআন ও সুন্নাহ এবং সাহাবিদের মতে।
শিক্ষার্থী
মাস্টার্স (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ)
(অধিভুক্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়)
নোয়াখালী কারামাতিয়া কামিল(মাস্টার্স) মাদ্রাসা।