ও আমার হীরামন
টিয়াপাখি কই তুই,
বাগানে ঝুলছে পাকাপেঁপে
তারে কই থুই?
আমি খাবো পাকা পেঁপে
বলে পাখি হীরামন,
এই ফল খাবো বলে
ঘুরেছি যে কত বন!
তাও খুঁজে পাইনি
পেঁপেও যে খাইনি,
এতোদিন পর আজ
পেয়ে গেছি সেই ফল,
বলি আমি হীরামন,
সকলেই করো পণ,
যাই হোক কখনোই
হারাবেনা মনোবল।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com