পবিত্র রমজানের করণীয় কিছু আমল
১। রোজা পালন ও পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত পুরুষরা জামাতে মহিলারা আওয়্যাল ওয়াক্তে আদায় করা।
২। প্রতিদিন তারাবীহ নামাজ আদায়।
৩। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় এবং বেশি বেশি নফল নামাজ ও জিকির তাসবিয়াত আদায় করা।
৪। প্রতিদিন কমপক্ষে এক পারা কুরআন তিলাওয়াত।
৫। প্রতিদিন কিছু কুরআন তর্জমা ও তাফসির পাঠ করা।
৬। প্রতিদিন কিছু সময় দরুদ ও সীরাত পাঠ করা।
৭। প্রতিদিন কিছু পরিমাণ দান করা
৮। প্রতিদিন কমপক্ষে একজন রোজাদারকে ইফতার করানো (মসজিদের ইফতার ফান্ডে শরিক হলে সহজ হবে)
৯। প্রতিদিন কমপক্ষে একজন আত্মীয়ের কুশল জানা
১০। প্রতিদিন জীবিত-মৃত ময়মুরুব্বিদের জন্য দু’আ করা
১১। প্রতিদিন কমপক্ষে ১০০০ বার আল্লাহ আল্লাহ জিকির করা
১২। প্রতিদিন হালাল উপার্জন দিয়ে ইফতার-সাহরী গ্রহণ
১৩। প্রতিদিন কিছু পরিমাণ তাওবা ইস্তেগফার করা
১৪। সাধ্যমত ইমাম, আলেম-উলামাদের খেদমত করা তাদের সোহবতে কিছু সময় থাকা।
১৫। অধিনস্থদের ভালো মন্দ খোঁজ খবর নেয়া।
পবিত্র রমজান মাসে যা অবশ্য বর্জনীয়-
১। যাবতীয় মিথ্যা কথা পরিহার করা।
২। গীবত কুৎসা রটনা পরিহার করা।
৩। গালাগাল ঝগড়া পরিহার করা।
৪। যাবতীয় কবিরা ছগীরা গোনাহ পরিহার করা।
৫। হারাম উপার্জন পরিহার করা।
৬। হারাম ভক্ষণ পরিহার করা।
৭। অহেতুক মার্কেটে বাজারে যাতায়াত পরিহার করা।
৮। অহেতুক গল্পগুজবে সময় ব্যয় পরিহার করা।
৯। লোভ লালসা, হিংসা পরশ্রীকাতরতা পরিহার করা।
১০। অধিনস্থদের সাথে অসদাচার পরিহার করা।
আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো… আপনিও চেষ্টা করুন… আল্লাহপাক আমাদের পবিত্র রমজানের হক আদায় করার তাওফিক দিন।
এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম