নৌকা বাইচ দেখবি কে কে
আয়রে ছুটে আয়,
কালিগঙ্গা নদীতে চলে নৌকা বাইচ
মানিকগঞ্জের বেউথা গাঁয়।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
মাঝি মাল্লা চলছে ঝাঁকে ঝাঁকে,
প্রতিযোগিতায় অংশ নিতে
চলেছে নদীর বাঁকে বাঁকে।
লাল নীল হলুদ সাদা
একেক দলের রং,
বৈঠা চালায় জোরে জোরে
তালে একই ঢ়ং।
কৌশল যাদের জানা আছে
তাদের নৌকা যাবে আগে,
লক্ষ্য তাদের একটাই
পুরস্কার তারাই পাবে।
পুরস্কার পেয়ে হাসি খুশি
সবাই পাগলপারা,
পূর্ব পুরুষদের বাংলার এ ঐতিহ্য
রাখছে ধরে তারা।