নেশা
রামকৃষ্ণ সাহা
ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৮১৯
নবদ্বীপ, নদীয়া।
তুমি মেতে মদের নেশায়,
গুটখা, বিড়ি, সিগারেটে।
তুমি মেতে প্রেমের নেশায়,
অথবা তার শরীরেতে।
কেউবা মেতে গতির নেশায়,
কারও আবার ঘুম।
ভুত চেপেছে শৃঙ্খলার,
কেউবা আবার থোড়াই কেয়ার।
কারও রক্তে দেশপ্রেম,
কেউবা আবার জঙ্গিপনায়।
ছুটছে কেউ সবুজ ঘাসে,
কারও নেশা পাখির ডানায়।
আমরা সবাই বেঁচে আছি
কত রকম বিচিত্র নেশায়।
নেশায় পাগল তুমি আমি,
অবাক চোখে চেয়ে দেখি।
টাকার নেশায় ছুটছি সবাই,
সম্পর্কের আর কি বাকি?
টাকা ধ্যান, টাকা জ্ঞান,
টাকা চোখের মণি।
টাকা ছাড়া পাগল সবাই,
খুঁজি সবাই টাকার খনি।
দৌড়ে বেড়াই সারা জীবন,
ভক্তি ভরে আরাধনা।
শেষ জীবনে বাঁচার নেশায়,
টাকাই তখন বাঁধ মানে না।
ধরতে যাকে সারা জীবন,
শেষ বেলাতে সেও থাকে না।
মানুষ থেকে রোবট হলাম,
বন্দী হলাম সেলফোনে।
নেশা দেখো কাকে বলে?
সবাই এখন এর পেছনে।
ফোনের হাতের খেলনা তুমি,
ফোনেই এখন দিচ্ছি হামি।
মাঠের খেলা কোথায় গেলো?
ফোনই আমায় সব ভোলালো।
খেলনা এখন আমি তুমি,
ফোনের হাতে বিশ্ব ভূমি।
নেশা এখন আমার নয়,
ফোনের হাতের চাবিকাঠি।
মোবাইল এখন জগত রাজা,
আমরা সবাই চুনোপুঁটি।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com