মোহাম্মদ মোহছেন মোবারক
নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো চরিত্রের পবিত্রতা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ, যিনি নিজের পরিবারকে ইসলামের সর্বোত্তম শিক্ষা দিয়ে পরিচালিত করেছেন। তিনি নারীদের সম্মান রক্ষা করার শিক্ষা দিয়েছেন এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, তাও নির্ধারণ করে দিয়েছেন।
অথচ আজ যারা ইসলামী রাষ্ট্র বা সমাজ গঠনের কথা বলে, তারা নিজেরাই ইসলামী শিষ্টাচার ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণে মগ্ন। অথচ তাদের মুখেই শোনা যায়, দেশ চলবে কুরআনের ভিত্তিতে! এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন: “হে নবী! তোমার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের বলে দাও, তারা যেন নিজেদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। এটি তাদের চেনার জন্য উত্তম, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না।” (সূরা আহযাব: ৫৯)
যারা নিজেদের ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান মানতে অপারগ, তারা কীভাবে একটি ইসলামিক সমাজ বা রাষ্ট্র পরিচালনা করবে? ইসলামের আদর্শ শুধু বক্তৃতা বা শ্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা হতে হবে ব্যক্তি, পরিবার ও সমাজের বাস্তব চর্চার অংশ। যারা সত্যিকার অর্থে ইসলামের দায়িত্ব গ্রহণ করতে চায়, তাদের আগে নিজেদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করতে হবে। অন্যথায়, তাদের কথাবার্তা শুধু লোকদেখানো প্রচারণা ছাড়া আর কিছুই নয়।