নিরবে বসিয়া কাঁন্দি
মোঃ রজব আলী
জীবন আমার হইছে আঁধার
কে দেয় সেথায় দৃষ্টি?
আমার জীবনে তোমার কারণে
অন্ধকারের সৃষ্টি।
দিয়ে মোরে আশা ভাঙ্গিলে বাসা
কেন বা করিলে ছলনা?
তোমারই আশে জীবনটা নাশে
দুঃখ কেন দিলে বলনা?
কূল হারা নারী সইতে না পারি
কি করে বাড়িতে থাকিব?
কূল হারা জ্বালা গলে সেই মালা
কি আশে জীবন রাখিব?
ঝরে দুই আঁখি আঁচলেতে ঢাকি
নিরবে বসিয়া কাঁন্দি,
না পুরিল আশা হই জলে ভাসা
মনটি কেমনে বান্ধি?
বলে যাই সবে ভালোবেসে ভবে
পেয়েছি অনেক কষ্ট,
ছিল যত শান গেল কুলমান
জীবন করেছি নষ্ট।