চোখে আলো, তবু অন্ধ, দেখে না কিছুই,
কানে শোনে, তবু বোবা, বোঝে না সত্যই।
অন্তর মরে আছে, জ্ঞানের আলো নেই,
হিংসা-বিদ্বেষে ভরা, দয়ামায়া টুকু নেই।
খোঁচা মেরে কথা বলে, করে চিত্ত ক্ষয়,
এমন লোক মানুষের মতো, আসলে মানুষ নয়।
আচরণে গর্বভরা, মনের মাঝে বিষ,
নিন্দুকেরা ধ্বংস পাবে — এটাই খোদার নিষ্প্রেষ।