সাহিত্য মানেই আত্মার আত্মপ্রকাশ। একটি জাতির মনন, সংস্কৃতি ও চেতনাকে ধারণ করে রাখে সাহিত্য। কিন্তু একজন সাহিত্যিকের পথচলা শুরু হয় একটি নির্দিষ্ট জায়গা থেকে—নিজের ভাবনা, অনুভব, অভিজ্ঞতা ও কল্পনার প্রকাশে একটি নিজস্ব কণ্ঠ খুঁজে পাওয়ার মাধ্যমে। আর সেই কণ্ঠের পূর্ণ রূপ পায় যখন তা একক বইয়ের আকারে প্রকাশিত হয়।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা প্রকাশের সুযোগ যেমন বাড়ছে, তেমনি হারিয়ে যাচ্ছে লেখকের মৌলিক স্বর ও পরিশ্রমের ধারাবাহিকতা। একক বই প্রকাশ করা মানে শুধু লেখার সংকলন নয়, বরং নিজের চিন্তাভাবনার গভীরতাকে পাঠকের সামনে তুলে ধরা। এতে লেখকের নিজস্বতা স্পষ্ট হয়, গড়ে ওঠে একটি পরিচিতি, আর শুরু হয় এক দীর্ঘ সাহিত্যযাত্রা।
যারা সাহিত্যচর্চা করছেন কিংবা লেখালেখিতে আগ্রহী, তাদের প্রতি আহ্বান—নিজেকে প্রমাণ করুন, নিজের লেখাগুলোকে পরিপক্ব করুন, তারপর সাহস নিয়ে এগিয়ে আসুন একক বই প্রকাশের দিকে। এটা শুধু আত্মপ্রকাশ নয়, বরং একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে আপনি নিজের লেখা দিয়ে স্পর্শ করবেন অগণিত পাঠকের হৃদয়।
প্রকাশনার শুরুতে কিছু সংশয়, কিছু দ্বিধা থাকতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, একজন লেখক নিজের প্রথম বই দিয়েই শুরু করেন সাহিত্যে তাঁর স্থায়ী আসন গড়ার কাজ। তাই সাহস রাখুন, নিজেকে গড়ুন, এবং একক বই প্রকাশের মাধ্যমে হয়ে উঠুন সময়ের সাক্ষী ও স্রষ্টা।
মোঃ নাছিম প্রাং
প্রকাশক,
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com