আগামী ১৭ অক্টোবর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত যাচ্ছে নারী সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর।
আজ ২রা সেপ্টেম্বর (সোমবার) সাফের সপ্তম আসরের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন । যেখানে গত আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো ট্রফি ঘরে তুলেছিলো কৃষ্ণা-সাবিনারা । এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে ২০ অক্টোবর নেপালের প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নিজেদের সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে গ্রুপ 'এ' তে তাদের অন্য প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন্স ভারত। ২৩ অক্টোবর তাদের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এইদিকে 'বি’ গ্রুপে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটানকে। ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। ২৭ অক্টোবর সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল। নেপালের দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
উল্লেখ্য এবারের সাফের আসর হওয়ার কথা ছিলো বাংলাদেশে। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় অনেক আগেই তা নেপালে সরিয়ে নেওয়া হয়।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com