তাতেই প্রসূতি জানে বসুধা
জানে সকল নর
সর্ব বাঁধা ডিঙাতে সমর
থাকে না ভীতি-ভয়
সিন্ধূ-উতলা তাহার অন্তর
বিবিধ সংকল্পে স্তূপীকৃত লোচন
পূর্ণ হবে কি না নেই তাতে সংশয়
তথাপি সুপ্তিতে আঁখি
বুনে বিভাবরীর প্রসূন
হার না মানা আহবে
তিরস্কার যে নাহি পাইবে
বিধু হয়েও কালো দাগ খানি দেখিবে লোকে
পিতৃগৃহে নানান স্বপ্ন বয়স শূন্য হতে তেইশের ঘরে
কিছু পাওয়া যাবে নিমিষে কিছু আবার অপেক্ষার দার পথে
বয়স বিশ পেরুতেই স্বপ্ন গুলো পথের দিশারি
ছুটে যেতেই নানান বাঁধা কহিবে এখন বয়স নাহী
ইচ্ছে পূরণ হইবে উদ্বাহের পরে
কান্তের হাত ধরি
কেবলে ডিঙাতে চাঞ্চল্য কর বয়সী
পায়ে হাঁটা বন্ধ করে গুছিয়ে নিজেকে
তাতে নাকি ভারি চিন্তে ধরেছে সর্বজনের
কি দরকার বাহিরে বের হবার আঙ্গিনায় যে সবচাইতে বাহির
অনেক হলো পড়াশোনা কখন আর হবে গো পরিণয়
কেবা রাখে এমন বয়সী দুহিতা
বলে নানান জনে
চারদিকে নানান কথা কানে নাহি ধরে
সরণ করিলে স্বপ্ন দু আঁখি ভিজে
যে হাত হাঁটিয়ে ছিল পথ হাতে ধরে
সে-তো আজ জীবন চালাতেই ব্যস্ত ,
সবার কথায় গা দোলে,
যে কথা শিখিয়ে ছিল কাল,
সেই তো আজ সবার কথায় কান করেছে ভার
বয়স হয়েছে তেইশের ঘরে
চুপ থাকিলে অর্ঘ্য পাবে
যখনি হবে প্রতিবাদ মুখর
তখনি তারা ভাবিবে বিষাদে ভরপুর তুমি
এমনই করিয়া জীবন করিবে রচন
থামিয়া থাকো যদি শুনিবে হাজারও কথা,
ভাঙিবে স্বপন, ভিজিবে তোমার দু নয়ন,,,
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com