1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

নদীতে বর্জ্র ফেলা বন্ধ করুন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। ছোট-বড় অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক সময় এই নদী গুলো থেকে প্রচুর মাছ পাওয়া যেতো কিন্তু বর্তমানে তা অনেকাংশেই কমে গিয়েছে। আর এই কমে যাবার অন্তরায় হচ্ছে নদীতে প্রচুর বর্জ্য ফেলে নদীকে দূষণ করা। নদীর তীরবর্তী স্থানে রয়েছে কলকারখানা, ইটের ভাঁটা, দোকানপাট ইত্যাদি। কলকারখানার সমস্ত বর্জ্য এই নদীতেই ফেলা হয়। এছাড়া যারা হাঁস মুরগির দোকান দেয় তারা হাঁস মুরগির বিষ্ঠা এমনকি মৃত হাঁস মুরগিও নদীতে ফেলে। বিভিন্ন জলযান থেকে নিষ্কাশিত তেল নদীর পানিতে মিশে নদীকে দূষিত করে।  শুধু এই না নগরের ময়লাও ফেলতে দেখা যায় নদীতে। অনেক হোটেল এবং রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার অবাধে নদীতে ফেলা হচ্ছে। এর ফলে নদী দূষিত হয়ে নদীতে বসবাসকারী প্রাণীদের প্রতিকূলতা তৈরি হচ্ছে। যেসব প্লাস্টিক বা পলিথিন নদীর পানিতে ফেলা হয় তা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করলেও তাদের হজম হয়না এবং এর ফলে মাছের মৃত্যু ঘটে। এ কারণেই মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। শুধু মাছই না যেসব তিমি বা ডলফিন রয়েছে তাদের জন্যও বিরূপ পরিবেশ তৈরি হচ্ছে। নদীর পানিতে যারা গোসল করে বা নদীর মাছ যারা খাচ্ছে তাদের দেখা দিচ্ছে চর্মরোগ, শ্বাসকষ্ট এমনকি প্রাণঘাতী ক্যান্সার সহ নানান রোগের প্রাদুর্ভাব।

 

নদীকে বাঁচালে বাঁচবে দেশ। তাই দ্রুতই এর পদক্ষেপ আমাদেন গ্রহণ করা উচিত। নদী থেকে দূরে কলকারাখানা, দোকানপাট  স্থাপন করতে হবে। অবাধে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। প্রয়োজনীয় শোধনাগার তৈরি করতে হবে। জলযান গুলো মেরামত করতে হবে যেন তেল নদীতে না মেশে। নদী ভরাট বন্ধ করা জরুরী। আইন শৃঙ্খলা বাহিনীর নজর রাখা উচিত কারা নদীতে বর্জ্য ফেলে তাদের শাস্তির ব্যবস্থা করা। সরকারের দৃষ্টি রাখা উচিত নদী রক্ষার জন্য। সর্বোপরি আমাদের সকলকে সচেতন হতে হবে।

 

বিলকিস নাহার মিতু

সরকারি বি এল কলেজ, খুলনা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park