নিত্য তুমি
গল্প ফাঁদো
পরের দুখে
কতই কাদঁ!
সাজোঁ নানান সাজ,
যতই তুমি ভাল বল
তুমি ধোকাবাজ।
নম্র ভদ্র বেশভুশাতে
যতই ছবি দাও,
ভাবছ বুঝি,
বুঝবে না কেউ,
সদাই তুমি
মিথ্যা বলে যাও।
ভিক্ষা করার স্বভাব যাদের
নিত্য ভিক্ষা চায়।
লোভের বশে
শত রকম গুজব ছড়ায়,
নিত্য এরা ভিক্ষা মাঙ্গে,
সবার কাছে
জোর হাত করে,
লাইক কমেন্ট চায়!
হরেক রকম গুজব দিয়ে
পেইজটা যত
বানাও চটকদার!
সকাল বিকাল মিথ্যা বুলি
এইতো তোমার কাজ,
যতই তুমি ভাবছ ভালো
তুমি ধোকাবাজ।