ডেক্সঃ মোছাঃ সাথী খাতুন
আধুনিক জীবনের ব্যস্ততা, কৃত্রিমতার ভিড়ে হারিয়ে যাচ্ছে মননের খাঁটি প্রকাশ। এই সময়ের কবিতা যেন একটি আত্মিক আশ্রয়স্থল — যেখানে শব্দ হয়ে ওঠে অনুভব, ছন্দ হয়ে ওঠে বেঁচে থাকার গল্প। "ধূমকেতুর ঝলক" যৌথ কাব্য সংকলন এমনই এক আলোকচ্ছটা — যেখানে নবীন ও অভিজ্ঞ কবিদের কলম ছুঁয়েছে জীবনের নানা রঙ, অনুরণন তুলেছে পাঠকের হৃদয়ে।
এই সংকলন শুধুমাত্র একটি কবিতার বই নয়; এটি এক বহুধারার কাব্যিক যাত্রা। এখানে রয়েছে প্রেমের কোমলতা, প্রতিবাদের তীক্ষ্ণতা, সমাজের প্রতি দায়িত্ববোধ, আবার রয়েছে নিভৃতে থাকা আত্মার গোপন কথাও। প্রতিটি কবির নিজস্ব কণ্ঠস্বর এই সংকলনে এক অপূর্ব সঙ্গীতের সুর সৃষ্টি করেছে।
পাঠকেরা এই বই কিনবেন কারণ তারা খুঁজবেন নিজেদেরই কোনো অনুভবের ছায়া — কোনো কবিতার লাইনে হয়তো তাঁরা খুঁজে পাবেন নিজেকে, অথবা এমন কিছু ভাবনা যা আগে প্রকাশ পায়নি। পাঠকেরা কিনবেন কারণ এই সংকলন কেবল কবিতার সম্ভার নয়, এটি একটি সময়ের দলিল — যেখানে ধরা আছে আজকের সমাজ, মনন, ভালোবাসা ও বিদ্রোহ।
"ধূমকেতুর ঝলক" নামটি যেমন ইঙ্গিত দেয় হঠাৎ জ্বলে ওঠা দীপ্তির, তেমনি এই সংকলনের প্রতিটি কবিতা পাঠকের মননে জ্বালিয়ে দেবে নতুন চিন্তার আলো। যারা সত্যিকারের সাহিত্যপ্রেমী, যারা কবিতাকে শুধু পড়েন না, অনুভব করেন — তাদের জন্য এই সংকলন এক আবশ্যিক সংগ্রহ।
শুভ হোক এই কবিতার যাত্রা। পাঠকদের হৃদয়ে এই ঝলক ছড়িয়ে পড়ুক নক্ষত্রের মত।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com