দুর্যোগে পাশে দাঁড়াই
মামুন মামুন
দুমকি, পটুয়াখালী।
ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৭৮২
দেশে বন্যা গ্রামগুলো ডুবছে বেশ-
উজানের ঢলে ঘর-বাড়ি, সব শেষ;
হায়রে হায় এত পানি কোথায় যাই
বন্যার্ত মানুষের কান্না শুনতে পাই !
বন্যার পানিতে আজ করছে থইথই
জীবন বাঁচাতে কত মানুষের হইচই;
ভেসে যাচ্ছে হাঁস-মুরগি গরু-ছাগল
উদ্ধারে ছুটছে যত মানবিক পাগল !
ছোট্ট শিশু অবাক চায় ফ্যাল-ফ্যালে
শিশুর লাশ শিশুর কোলে লয় তুলে;
প্রাণীর মৃত্যু দেহ ভাসছে কত জলে
এমন বন্যা আর দেখেনি সবাই বলে !
ত্রাণ বিতরণে অংশ নেয় ছাত্র-জনতা
সবাই সবারে উদ্ধার করে হয়ে একতা;
প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসে সবে
মরিলে আজ ভবেই কেবা কোথা রবে !
দুর্যোগে সবাই সবার পাশে এসে দাঁড়াই
আজ সবাই সাহায্যের হাত দেই বাড়াই;
বিপদে যে মোরা একে অপরে ভাই-ভাই
হিংসা-বিদ্বেষ ভুলেই সবাই এগিয়ে যাই !