প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৭:০৫ পূর্বাহ্ণ
দুই সন্তানের মাঝে ঝগড়া হলে কি করবেন ?

দুই সন্তানের মধ্যে প্রায়ই ঝগড়া হলে বাবা-মা কিছু বিষয় অনুসরণ করতে পারেন।
যেমন-
১. বড় সন্তান যখন তার ভাই অথবা বোনের জন্য কিছু করবে, তাকে প্রশংসায় ভরিয়ে দিন। পরবর্তী ক্ষেত্রে ছোট জনও সেটা মনে রেখে সেটাই করবে।
২. ছোট সন্তানের ক্ষেত্রেও বার বার বড় জনের দৃষ্টান্ত তুলে ধরা ঠিক কাজ নয়। বড় জন কিছু করেনি বলে ছোট জন সেই কাজ করতে পারবে না— এটা বলা ঠিক নয়। বরং সার্বিক ভাবে তার কাজের নৈতিক মূল্য বিচার করা উচিত।
৩. দু’জনের মধ্যে কোনও এক জনের প্রতি বেশি নজর দেবেন না। দু’জনের প্রতিই আপনার আচরণ যেন সমান থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
৪. ভাই-বোনের মধ্যে ঝগড়া হতেই পারে। সে ক্ষেত্রে তার নিষ্পত্তি করতে গিয়ে বাবা-মাও যদি দুই সন্তানের মধ্যে ভাগ হয়ে যান, সেটা কাম্য নয়। ছোটখাটো ঝগড়া তাদের নিজেদের মতো করে মিটিয়ে নিতে দিন। বড় সমস্যা হলে দু’পক্ষের কথা মন দিয়ে শুনুন।
৫. দু’জনের মধ্যে দায়িত্ব ভাগ করে দিন। কাজটি শেষ করতে কোনও সাহায্য করবেন না। বরং সুযোগ করে দিন, যাতে একে অপরের প্রতি সাহায্য নিয়ে কাজটি করে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com
Copyright © 2025 ichchashakti. All rights reserved.