চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি : এস.এম জাহাঙ্গীর আলম
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার, চিরিরবন্দর টু রানীর বন্দর সড়কে আজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘুঘুরাতলী বাজার সংলগ্ন হাইসোর মিল এলাকায় একটি এক্সকেভেটর বাহি লং ট্রলির চাকা বাস্ট হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ফসলি জমিতে পরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নিহত হয় এবং আরো ১ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবং আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত দুজনের মধ্যে একজন ছিলো এক্সকেভেটর চালক এবং তার দেশের বাড়ি টাঙ্গাইলে বলে জানা যায়।আরেকজন অত্র উপজেলারই ট্রলি চালক ।দুর্ঘটনায় প্রায় ৫ ঘন্টা পর ট্রাক্টর ও এক্সকাভেটর মেশিন নিচে চাপা পড়া ১ জনকে জীবিত উদ্ধার করেছে চিরিরবন্দর ফাঁয়ার সার্ভিস। এবং তাকেও দিনাজপুর মেডিকেলের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।