প্রতিনিধি: এস.এম জাহাঙ্গীর আলম, চিরিরবন্দর, (দিনাজপুর)।
আজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় দিনাজপুর জেলার চিরির-বন্দর উপজেলার ১২নং আলোকডিহি মহাসড়কে'র বেকিপুল বাজার থেকে ১০০ গজ পূর্বে অবস্থিত, গ্রীনল্যান্ড ব্লক এন্ড টাইলস কোম্পানির সামনে বিআরটিসি বাস এবং ব্যাটারি চালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়।অল্পসংখ্যক জখম ছাড়া উক্ত সংঘর্ষে হতাহতদের তেমন কোনো খবর পাওয়া যায়নি। এবং আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত, উক্ত ঘটনাতে মৃতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য যে,দীর্ঘদিন থেকে দিনাজপুরে'র দশমাইল টু সৈয়দপুর হাইওয়ের রাস্তা প্রশস্তকরণ এর কাজ কচ্ছপ গতিতে চলছে।ব্যাস্ততম এই মহাসড়কে দিনাজপুর এবং পঞ্চগড় থেকে দেশের বিভিন্ন জেলায় বড় বড় ট্রাক,লড়ি,দূরপাল্লার বাস সহ দৈনিক গড়ে বেশ কয়েক লাখ যানবাহনের যাতায়াত চলে।এমতাবস্থায় বিভিন্ন জায়গায় মাটি খুড়ে রাখা,বালু, পাথর এর স্তুপ এর কারনে রাস্তার সংকীর্ণতা দেখায় দেয়।সেই সাথে ভারি যানবাহ গুলির বেপরোয়া গতির কারনে প্রায়শই ঘটছে দূর্ঘটনা।
গত ১ বছরের মধ্যে, দশমাইল টু সৈয়দপুর হাইওয়েতেই বিচ্ছিন্ন ভাবে ৫ থেকে ৮ টি সড়ক দূর্ঘটনা ঘটে ঝরে যায় ১১ টি তাজা প্রাণ।স্থানীয় জনতার দাবী,অচিরেই ব্যাস্ততম এই রাস্তাটি সংস্কার কাজ শেষ করে, হাইওয়ে পুলিশের ব্যাপক নজরদারির মাধ্যমে, বেপরোয়া গতির গাড়ি চালকদের আইনের আওতায় নেওয়া হোক।যাতে আর কোনো মায়ের বুক খালি না হয় এইসব মর্মান্তিক সড়ক দূর্ঘটনার কবলে পরে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com