প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
অ্যান্টিগা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ দল। আর এই জয়ে দলের চাওয়া পূরণ হয়েছে এবং যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশ লড়তে পারে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম।
স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ক্রেইগ ব্রাফেট, ক্রাকি কার্টি, ক্যাভেন হুজদের বিপক্ষে দারুণ বোলিং করে জয় তুলে নিয়েছে ১০১ রানের ব্যবধানে। যেখানে ম্যাচের চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাইজুল ইসলাম । টেস্ট ক্যারিয়ারে ১৫তম বার পাঁচ উইকেট পাওয়া তাইজুল ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।’
তিনি আরো বলেন , “এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে , আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আমরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি”!