বিশেষ প্রতিবেদনঃ মোছাঃ সাথী খাতুন,
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাণের মেলা, অমর একুশে বইমেলা ২০২৫, দরজায় কড়া নাড়ছে। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এই বইমেলা বসবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বাংলা সাহিত্যের প্রসারে বইমেলার আয়োজন প্রতিবছরই নতুন উদ্দীপনা নিয়ে হাজির হয়, আর এ বছরও ব্যতিক্রম নয়।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারের মেলা হবে আরও বিস্তৃত ও সুসংগঠিত। এবার প্রায় ছয় শতাধিক প্রকাশনা সংস্থা, লেখক ও সংগঠন তাদের বই প্রদর্শন করবে। মেলা প্রাঙ্গণে থাকবে মূল মঞ্চ, আলোচনা সভার স্থান, শিশু কর্নার এবং প্রযুক্তি নির্ভর ডিজিটাল বই স্টল। এ ছাড়া, লেখক ও পাঠকদের একান্ত আলোচনা, বইয়ের মোড়ক উন্মোচন, এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকবে প্রতিদিনের আকর্ষণ।
এবারের বইমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ভাষা ও স্বাধীনতার মেলবন্ধন।” বিষয়টি উপলক্ষ করে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাংলার সংস্কৃতি ও ইতিহাসের স্মৃতিচারণায় বিশেষ আয়োজন থাকবে।
বইমেলা মানেই নতুন বইয়ের উৎসব। প্রতিবারের মতো এবারও প্রকাশিত হবে কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, বিজ্ঞান কল্পকাহিনি ও গবেষণাধর্মী বই। তরুণ লেখকদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।
অমর একুশে বইমেলা ২০২৫-এ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনলাইন বইমেলা প্ল্যাটফর্ম চালু থাকবে, যেখানে পাঠকরা বইয়ের স্টলগুলো ভার্চুয়ালভাবে ঘুরে দেখার সুযোগ পাবেন। QR কোড স্ক্যান করে বই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রতিবছর এই মেলাকে ঘিরে বইপ্রেমীদের মধ্যে দেখা যায় অসাধারণ উদ্দীপনা। শিক্ষার্থী, লেখক, গবেষক, ও সাধারণ পাঠকদের জন্য এটি একটি বড় মিলনমেলা। সাহিত্যপ্রেমী মাহমুদুল হাসান বলেন, “বইমেলা শুধু বই কেনা বা বিক্রির জায়গা নয়, এটি একটি আবেগের নাম। এখানে এসে মনে হয় ভাষা আন্দোলনের চেতনা নতুনভাবে জেগে ওঠে।”
বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা ও সাহিত্য চর্চার অঙ্গীকার নিয়ে অমর একুশে বইমেলা ২০২৫ যেন নতুন প্রজন্মের কাছে ভাষা ও সংস্কৃতির অনন্য বার্তা পৌঁছে দেয়। পাঠকদের আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা, আর এই মহামিলনমেলার মধ্য দিয়ে শুরু হবে ভাষা আন্দোলনের চেতনাকে নতুন করে জাগ্রত করার এক অপূর্ব যাত্রা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com