প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ।
ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেলে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য এশিয়া কাপ বাছাইয়ে ডাক পেয়েছেন। আগামী ২৫ শে মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামলে লাল-সবুজ জার্সিধারীদের হয়ে অভিষেক ঘটবে এই তারকার। তবে তার আগে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে দেখতে মরিয়া সমর্থকরা। তাইতো এইবার হামজাকে নিয়ে নিজের আশা ব্যক্ত করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজা, হামজা দলে যোগ দেওয়ায় ভারত থেকে তিন পয়েন্ট নিতে চান জামাল
এই বিষয়ে জামাল বলেন, ‘আমি মনে করি, হামজা চৌধুরী কেবল আমাদের দলেরই সেরা খেলোয়াড় নন, তিনি দক্ষিণ এশিয়াতে সেরা। তার মতো খেলোয়াড় যোগ দিলে দল আরো উজ্জীবিত হবে। এই ম্যাচে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে মনে করি, ভারতের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে, আমরা প্রত্যাশা করছি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা ভারত থেকে তিন পয়েন্ট নিতে চাই।’
এইদিকে বাংলাদেশ জাতীয় দলে হামজা ছাড়া ও আছে আরো কিছু প্রবাসী ফুটবলার। তাইতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় এমন আরো প্রবাসী ফুটবলার দলের জন্য ভালো । প্রবাসী ফুটবলারদের প্রসঙ্গে জামাল আরো বলেন, ‘প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছেন। যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। এটা ইতিবাচক দিক। আমি চাই আরও বেশি প্রবাসী এলে ভালো। কারণ, অন্যান্য দেশ একই কাজ করছে। যদি দেখেন ফরাসি দলের দিকে, ওরা কিন্তু অনেক বিদেশি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।