প্রতিনিধিঃ এসএম গোলাম মাওলা রনি, কক্সবাজার।
কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অবস্থিত, থিমছড়ি হামেদীয়া দাখিল মাদ্রাসার ২০২৫ শিক্ষা বর্ষের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ই মার্চ বুধবার, সকাল ১০ টায়, মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মো: আবুল মনসুর ( পরিচালক থিমছড়ী হামেদিয়া দাখিল মাদ্রাসা)। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চ শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। শিক্ষক- পিতামাতাকে সবসময় সম্মান করতে হবে। সে শিক্ষাকে দেশ ও জাতির কল্যাণে কাজে হবে। এরফলেই শিক্ষকদের পরিশ্রম সফল হবে।
তিনি আরও বলেন, এলাকার অভিভাবকদের আরও সচেতন হতে হবে, ছেলে মেয়েদের ভালো রেজাল্ট করার জন্য শিক্ষকদের চেয়ে অভিভাবক ভুমিকা বেশি পালন করতে হবে। প্রতিবছরের মতো, ভালো রেজাল্ট করে, শিক্ষক ও মা-বাবা সম্মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, থিমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা নাজের হোসাইন সিদ্দিকী, গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহের। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, থিমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাও: নাজের হোসেন ছিদ্দিকী
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: রায়হান এবং বিদায় মানপত্র পাঠ করেন মোহাম্মাদ আবুল মসছুর। বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সকল শিক্ষকদের কৃতজ্ঞ প্রকাশ করেন। এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মাদ্রাসা সহ-পরিচালক মাওলানা কবির হোছাইন, বিশিষ্ট সমাজসেবক মহিবুল্লাহ কোম্পানি, মাওলানা মহিউদ্দিন, নুরুল আলম, কবির আহমেদ মেম্বার, ডা; ফরিদ আলম, নুর আহমেদ সওদাগর, বদিউল আলম সও: সহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি এডভোকেট মো: আবুল মনসুর ও মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহের সম্মাননা স্মারক গ্রহণ করেন। এছাড়াও সকল শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট উপহার দেন বিদায়ী শিক্ষার্থীরা। বৃহত্তর দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে দিনের অনুষ্ঠানের ১ম পর্ব শেষ হয়।
সন্ধায় বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক ও মাদ্রাসা কমিটি ও মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য যে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা টি ২০১৬ সালে ইবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত চালু হয়। বিভক্ত করা হয় ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শাখা। এবছর বালক শাখা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।।