গোলাম সরোয়ার
আমার প্রার্থনা ডিঙিয়ে তোমারে যে পাইলো—
সে যেনো তোমারে অমন আগলাইয়া রাখে, তুমুল বৃষ্টিতে চেইনস্মোকার যেমন আগলাইয়া বুক পকেটের অন্তিম সিগারেট।
আমার চোখের জলরে হারাইয়া যে তোমারে জিতে নিলো— সে তোমারে অমন ভালোবাসুক, শরীর পু ড়ে যাওয়া জ্বরের রাইতে কপালে রাখা মায়ের দরদের হাতরে যেমন ভালোবাসে ভুক্তভোগী সন্তান।
তোমার মন খারাপে মস্তিস্কের শেষ শিরা হতে কবিতা লিখুক। শাড়ি, চুড়ি, আলতা না দিলেও সে তোমারে কুঁড়িয়ে দিক মুঠভর্তি শিশির মুদ্রিত জুঁই।
আমারে আজন্মকাল অভাবী মানুষের কুয়ায় ফেলে যে তোমারে লাভ করে নিলো একদিন; সে যেনো তোমারে হারানোর ভয় করে, ফাঁ সি র মঞ্চে দাঁড়িয়ে থেকে মৃ ত্যু কে যেমন ভয় করে সাজাপ্রাপ্ত দাগি আসামী।
আমি তো তোমারে পাই নাই—
যে তোমারে পাইলো তারে অভিনন্দন, শুভেচ্ছা।
প্রার্থনা করি—
তোমারে পাওয়ার আনন্দে তার জীবনে যেন হয়ে ওঠে একঋুতুর, বারোমাস'ই থাকে যেনো বসন্ত।
আমার ঠোঁটে ছাঁইপাস সেটে দিয়ে যে তোমার ঠোঁট মুখস্থ করে নিলো, সে যেন তোমারে চু মু খায় প্রতিটি ভোরে অমন আনন্দ নিয়া- মা হওয়ার আনন্দে প্রসবকালীন ব্যাথা ভুলে সন্তানের কপালে যেমন চু মু খায় ঊনিশের যুবতী নারী।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com